কোন সংস্থা অনলাইনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ গোপন দলিল প্রকাশ করে?
A উইকিপিডিয়া
B উইকিলিকস
C উইকিমিডিয়া
D এনসাইক্লোপিডিয়া
Solution
Correct Answer: Option B
- উইকিলিস মূলত ইন্টারনেটে থাকা একটি সাধারণ ওয়েবসাইট ।
- সাইটটিতে বিভিন্ন দেশের কূটনৈতিক গোপন নথি ফাঁস করে দেয়া হয় ।
- এজন্য সাইটটির নাম 'নিকস' ।
- তথ্য মহাসড়কে উইইলিকসের আবির্ভাব ঘটে ২০০৬ সালের ডিসেম্বরে ।
- উইকিলিকসের প্রতিষ্ঠাতা বা জনক জুলিয়ান অ্যাসাঞ্জ ।