মার্কিন গোয়েন্দা সংস্থার জন্য গুপ্তচর উপগ্রহ নেটওয়ার্ক তৈরি করছে কোন প্রতিষ্ঠান?

A SpaceX

B SpaceY

C Tesla

D Google

Solution

Correct Answer: Option A

- ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান SpaceX মার্কিন গোয়েন্দা সংস্থার জন্য এই গুপ্তচর উপগ্রহ নেটওয়ার্ক তৈরি করছে।

- রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ন্যাশনাল রিকনিসান্স অফিসের (NRO) সঙ্গে ২০২১ সালে স্বাক্ষরিত ১.৮ বিলিয়ন ডলারের একটি চুক্তির অধীনে এটি তৈরি করা হচ্ছে।

- এই নেটওয়ার্কটি ‘স্টারশিল্ড’ (Starshield) ইউনিটের অধীনে তৈরি করা হচ্ছে, যা পৃথিবীকে সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করতে সক্ষম হবে।

- শত শত গুপ্তচর উপগ্রহ বা স্যাটেলাইটের এই নেটওয়ার্কটি কাজ শুরু করলে বিশ্বের যেকোনো স্থানের ছবি ও তথ্য দ্রুততম সময়ে মার্কিন গোয়েন্দারা সংগ্রহ করতে পারবে।

- এটি বর্তমানের স্টারলিংক (Starlink) ইন্টারনেট স্যাটেলাইটগুলোর মতোই ছোট আকৃতির হবে কিন্তু এর মূল কাজ হবে গোয়েন্দা নজরদারি ও সামরিক সহায়তা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions