Among them, which poets name was given by Tagore?
Solution
Correct Answer: Option C
Amartya Sen : (অমর্ত্য সেন)
• জন্ম: ৩ নভেম্বর, ১৯৩৩
• একজন নোবেল পুরস্কার বিজয়ী (১৯৯৮) বাংলাদেশী-ভারতীয় বাঙালী অর্থনীতিবিদ ও দার্শনিক।
• অমর্ত্য সেনের জন্ম বাংলাদেশের মানিকগঞ্জে।
• তার আদি নিবাস বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকার ওয়ারীতে। |
• কথিত আছে, রবীন্দ্রনাথ ঠাকুর তার নাম রেখেছিলেন অমর্ত্য- যার অর্থ অমর বা অবিনশ্বর।
• তিনি বর্তমানে টমাস ডব্লিও লমেন্ট বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক অধ্যাপক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
• তিনি জাতিসংঘের বিভিন্ন দেশের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সম্পর্কে ধারণা পাওয়ার জন্য “মানব উন্নয়ন সূচক” আবিষ্কার করেন।
• অমর্ত্য সেনের লিখিত বই বিগত চল্লিশ বছর ধরে প্রায় তিরিশটি ভাষায় অনূদিত হয়েছে। তিনি বিবিসি জরিপে ১৪ তম শ্রেষ্ঠ বাঙ্গালী।
• তার উল্লেখযোগ্য গ্রন্থ:
(a) Poverty and Famines: An Essay on Entittlement and Deprivation
(b) On Ethics and Economics
(c) Development as Freedom
(d) An Uncertain Glory : India and its Contradiction
(e) The Country of First Boys
(f) The Country of First Boys