কোন ধরনের টপোলজিতে সুইচ একটি কেন্দ্রীয় কানেকটিভ ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়?
Solution
Correct Answer: Option C
- সুইচ ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে প্রেরণ করা যায়।
- স্টার টপোলজিতে সুইচ একটি কেন্দ্রীয় কানেকটিভ ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়।
- নেটওয়ার্কের অন্তর্ভুক্ত কম্পিউটারের দূরত্ব বেশি হলে কিংবা নেটওয়ার্কের বিস্তার বেশি হলে Cable এর ভিতর দিয়ে প্রবাহিত Signal বেশ দুর্বল হয়ে পড়ে।
- একারণে প্রবাহিত Singal-কে পুনরায় শক্তিশালী এবং আরো অধিক দূরত্বে অতিক্রম করার জন্য Repeater ব্যবহার করা হয়। অন্যদিকে, রাউটার উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে Data packet পৌঁছে দেয়।