Solution
Correct Answer: Option A
কিবোর্ড ইংরেজি শব্দ key board থেকে এসেছে, যা এখন প্রায় বাংলা একটি শব্দ। বাংলা করলে দাঁড়াবে চাবির পাটাতন। কতগুলো কি একত্রে একটি ধারকের মধ্যে থাকায় এইরূপ নামকরণ। কম্পিউটারের কিবোর্ড এর কারণে বর্তমানে অনেকেই এর সম্পর্কে জানেন। কম্পিউটারের কিবোর্ড হল একটি টাইপরাইটার যন্ত্র বিশেষ যার মধ্যে কতগুলো বাটন বা চাবির সন্নিবেশ থাকে এবং এগুলো ইলেক্ট্রনিক সুইচ এর কাজ করে। সাধারণ কিবোর্ডেকে বলা হয় QWERTY. কিবোর্ডের ধরন ৫ রকমের হয়। যেমনঃ ফাংশন কি, আলফা নিউমেরিক কি, নিউমেরিক কি, মডিফায়ার কি ও কার্সর মুভমেন্ট কি।
কী - বোর্ড (Key Board)
কী বোর্ড হল কম্পিউটারের একটি গুরুত্বপুর্ণ অংশ। এর মাধ্যমে আমরা আঙুলের সাহায্যে বিভিন্ন কী চেপে কম্পিউটারকে বিভিন্ন নির্দেশ দিতে পারি। প্রতিটি কী -এর ওপর বিভিন্ন অক্ষর,সংখ্যা ও চিহ্ন লেখা থাকে।কম্পিউটারে বিভিন্ন ডেটা এবং নির্দেশ ইনপুট করার জন্য কী-বোর্ড ব্যবহৃত হয় ।