Which one is the example of Comparative degree?
Solution
Correct Answer: Option D
Degree হল Adjective এর রূপভেদ। এটি ৩টি ভাগে বিভক্ত।
যথা- Positive Degree
Comparative Degree
Superlative Degree
**সাধারণত দুটি Noun বা pronoun এর দোষ, গুন, অবস্থা ইত্যাদির তুলনা বুঝাতে adjective এর যে রূপ ব্যবহার হয় তাকে Comparative Degree বলে। comparative degree তে adjective এর আগে more কিংবা adjective এর সাথে er যুক্ত হয়। [বিঃ দ্র]--most superlative degree এর ক্ষেত্রে ব্যবহৃত হয় ।