The verb in the sentence 'I have already had my breakfast' is in-
Solution
Correct Answer: Option B
বাক্যটিতে মুলত দুইটি verb আছে ।একটি auxiliary verb (have ) অপরটি main verb (had).
কোন বাক্যে দুইটি verb থাকলে প্রথম verb টি auxiliary verb এবং পরের verb টি main verb .
verb টি =present perfect tense.
কোন কাজ শেষ হয়ে গেছে অথচ তার ফল এখনও বিদ্যমান আছে, এরকম বোঝালে present perfect tense ব্যবহৃত হয়। বাংলায় চেনার উপায়: Verb এর শেষে য়াছে, এছে, য়াছ, য়াছি, এছি, য়াছেন, য়াছে, য়েছ, ইয়াছি, ইয়াছ, ইয়াছে, ইয়েছ, ইয়াছেন ইত্যাদি বসে। এছাড়া করি নাই, করিনি, খাই নাই, খাইনি, ইত্যাদি বোঝালে Present Perfect Tense হয়।
structure of the sentence:Subject + have/has + past participle form of verb + object
'I have already had my breakfast' ='আমি ইতিমধ্যে আমার প্রাতঃরাশ করেছি'