ইন্ট্রিগেটেড সার্কিট বা আইসি আবিষ্কৃত হয় কত সালে?

A ১৯৪৮ সালে

B ১৯৪৯ সালে

C ১৯৫৭ সালে

D ১৯৫৮ সালে

Solution

Correct Answer: Option D

 ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক বর্তনী হলো একটি অতি ছোট এক টুকরা সিলিকনের টুকরার উপর তৈরি অতি ক্ষুদ্র বর্তনী। ১৯৫৮ সালে বিজ্ঞানী জ্যাক কেলবি টানজিস্টার, রেজিস্টর ও কেপ্যাসিটর এর সমন্বয়ে Integrated Circuit বা IC তৈরি করেন যা আধুনিক কম্পিউটারের অগ্রগতিরমূল। আইসিভিত্তিক প্রথম কম্পিউটার ১৯৬৮ সালে বারোস কোম্পানি B2500 এবং B3500 উপস্থাপন করে।
- ট্রানজিস্টর আবিষ্কৃত হয় 1948 সালে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions