A এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম
B কম্পিউটার সার্কিটে ময়লা জমা
C কম্পিউটার সার্কিটের ডিলা কানেকশন
D এক ধরনের ভাইরাস দ্বারা কম্পিউটার Short Circuit সৃষ্টি
Solution
Correct Answer: Option A
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই নিজের কপি তৈরি করতে পারে।
- এটি মূলত কম্পিউটারের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করে এবং ফোল্ডার বা তথ্য চুরি কিংবা নষ্ট করে দেয়।
- ১৯৮০ সালে প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন (Fred Cohen) প্রথম 'VIRUS' শব্দটি ব্যবহার করেন, যার পূর্ণরূপ হলো Vital Information Resources Under Siege।
- ভাইরাস মানুষের দেহে যেমন রোগ সৃষ্টি করে, তেমনি কম্পিউটার ভাইরাস কম্পিউটারের মেমোরি দখল করে গতি কমিয়ে দেয় বা সিস্টেম অকার্যকর করে দেয়।
- অতি পরিচিত কিছু কম্পিউটার ভাইরাসের উদাহরণ হলো— Stone, Vienna, CIH, Trojan Horse, Shortcut এবং Folder ভাইরাস।