কম্পিউটার ভাইরাস কি?

A এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম

B কম্পিউটার সার্কিটে ময়লা জমা

C কম্পিউটার সার্কিটের ডিলা কানেকশন

D এক ধরনের ভাইরাস দ্বারা কম্পিউটার Short Circuit সৃষ্টি

Solution

Correct Answer: Option A

- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার যা ব্যবহারকারীর অনুমতি বা ধারণা ছাড়াই নিজের কপি তৈরি করতে পারে।
- এটি মূলত কম্পিউটারের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করে এবং ফোল্ডার বা তথ্য চুরি কিংবা নষ্ট করে দেয়।
- ১৯৮০ সালে প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন (Fred Cohen) প্রথম 'VIRUS' শব্দটি ব্যবহার করেন, যার পূর্ণরূপ হলো Vital Information Resources Under Siege
- ভাইরাস মানুষের দেহে যেমন রোগ সৃষ্টি করে, তেমনি কম্পিউটার ভাইরাস কম্পিউটারের মেমোরি দখল করে গতি কমিয়ে দেয় বা সিস্টেম অকার্যকর করে দেয়।
- অতি পরিচিত কিছু কম্পিউটার ভাইরাসের উদাহরণ হলো— Stone, Vienna, CIH, Trojan Horse, Shortcut এবং Folder ভাইরাস।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions