দশমিক সংখ্যা ২৩.১২৫ -এর অকটাল মান কত?

A ২০.০০১

B ২৫.০১২

C ২৭.১

D ২৮.১২৫

Solution

Correct Answer: Option C

দশমিক সংখ্যাকে পর্যায়ক্রমে ৮ দিয়ে ভাগ করে ভাগশেষগুলোকে একত্র করে দশমিক সংখ্যাটির অকট্যাল সমকক্ষ সংখ্যা পাওয়া যায়। আর দশমিক ভগ্ন্যাংশ অকটালে রূপান্তর করার জন্য গুণফল ০ না হওয়া পর্যন্ত সংখ্যাটিকে অনবরত ৮ দিয়ে গুণ করতে হবে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী)--প্রকৌশলী মুজিবুর রহমান।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions