Solution
Correct Answer: Option B
হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে F হলো সর্বোচ্চ অংক, যার দশমিক মান ১৫।
১৫-কে বাইনারিতে রূপান্তর করলে পাই: ১৫ = ৮ + ৪ + ২ + ১
= ১ × ২ ৩ + ১ × ২ ২ + ১ × ২ ১ + ১ × ২ ০
= ( ১১১১ ) ২
সহজ মনে রাখার জন্য হেক্সাডেসিমেল চার্ট: A (১০) = ১০১০
B (১১) = ১০১১
C (১২) = ১১০০
D (১৩) = ১১০১
E (১৪) = ১১১০
F (১৫) = ১১১১