The archaeological site of Wari-Bateshwar is considered to be a part of which ancient Janapada?
Solution
Correct Answer: Option D
- উয়ারী-বটেশ্বর বাংলাদেশের নরসিংদী জেলায় অবস্থিত একটি অত্যন্ত প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান।
- গবেষকদের মতে, এই অঞ্চলটি প্রাচীন বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল।
- এখানে প্রায় আড়াই হাজার বছর পুরোনো এক দুর্গ-নগরীর সন্ধান পাওয়া গেছে, যা প্রমাণ করে যে বঙ্গ একটি উন্নত নগরকেন্দ্রিক জনপদ ছিল।
- উয়ারী-বটেশ্বরকে গঙ্গাঋদ্ধি রাজ্যের কেন্দ্রও মনে করা হয়, যা প্রাচীন বঙ্গেরই অংশ ছিল।
- বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর সর্বশেষ ২ জানুয়ারী ২০১৭ তারিখে উয়ারী-বটেশ্বর এলাকায় উৎখনন কর্ম চালায়।
- উয়ারীতে উৎখনন কালে বেশ কিছু প্রত্ননিদর্শন সংগৃহীত হয়েছে।