The more she worked , __she achieved.
Solution
Correct Answer: Option A
Degree তিন প্রকার । যথা-
a.positive degree.
b.comparative degree.
c. superlative degree.
সাধারণত দুটি Noun বা pronoun এর দোষ, গুন, অবস্থা ইত্যাদির তুলনা বুঝাতে adjective এর যে রূপ ব্যবহার হয় তাকে Comparative Degree বলে।
যত - তত বা আনুপাতিক হ্রাস বৃদ্ধি বুঝাতে দুইটি adverb comparative এর প্রত্যেকটির পূর্বে the বসে ।অর্থাৎ -
The + comparative +--,the + comparative + --structure টি ব্যবহৃত হয় ।
The more she worked ,the less she achieved.(সে যত পরিশ্রম করল তত কম অর্জন করল )