বাংলা ব্যাকরণে 'পদ' বলতে কি বোঝায়?

A কবিতার চরণ

B যে কোন শব্দ

C বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু

D প্রত্যয়ন শব্দ

Solution

Correct Answer: Option C

- বাংলা ব্যাকরণে বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকেই পদ বলে।
- অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পদ।
- যেমন: দুঃসাহসী অভিযাত্রীরা মানুষের চিরন্তন কল্পনার রাজ্য চাঁদের দেশে পৌঁছেছেন এবং মঙ্গলগ্রহেও যাওয়ার জন্য তাঁরা প্রস্তুত হচ্ছেন।
- প্রদত্ত উদাহরণটিতে 'অভিযাত্রী', 'মানুষ', 'কল্পনা', 'মঙ্গলগ্রহ' প্রভৃতি শব্দ এবং 'রা' (অভিযাত্রী+রা), 'এর' (মানুষ+এর), 'র' (কল্পনা+র), 'এ' (মঙ্গলগ্রহ+এ) প্রভৃতি বিভক্তি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions