UN Environment Programme (UNEP) releases 'Road Map, to reduce plastic pollution by 80% by -
A 2025
B 2030
C 2040
D 2050
Solution
Correct Answer: Option C
- UNEP এর পূর্ণরূপ হলো United Nations Environment Programme।
- এর সদরদপ্তর কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত।
- UNEP ১৯৭২ সালের ৫ জুন প্রতিষ্ঠিত হয়। এই তারিখটি স্মরণে প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়।
- UNEP মাঝে মাঝে ইউএন এনভায়রনমেন্ট বিকল্প নাম ব্যবহার করে।
- UNEP ২০৪০ সালের মধ্যে প্লাস্টিক দূষণ ৮০% কমাতে একটি 'রোডম্যাপ' প্রস্তাব করেছে।