'East Timor' was a colony of -

A England

B Portugal

C Netherland

D Indonesia

Solution

Correct Answer: Option B

- পূর্ব তিমুর দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।
- এর রাজধানী দিলি।
- দেশটি ১৮৫৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত পর্তুগালের উপনিবেশ ছিলো।
- ১৯৭৫ সালে দেশটি স্বাধীনতা ঘোষণা করে কিন্তু তার ৯ দিন পরেই পূর্ব তিমুরকে আক্রমণ করে প্রতিবেশী ইন্দোনেশিয়া দখল করে নেয়।
- ২০ মে, ২০০২ সালে দেশটি ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions