Solution
Correct Answer: Option B
- ১৭৬০ সালে ভারতচন্দ্র রায়গুণাকরের তিরোধানের মাধ্যমে মধ্যযুগের সমাপ্তি ঘটে এবং ১৮৬০ সালে মাইকেলের সদর্প আগমনের মাধ্যমে আধুনিক যুগের সূচনা ঘটে ।
- এ ১০০ বছর সাহিত্য জগতে চলছিল বন্ধ্যাকাল, ফলে এ সময়টুকুকে বলে ‘অবক্ষয় যুগত বা ‘যুগ সন্ধিক্ষণ।
- এ যুগের খ্যাতিমান কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত।
- এ সময়কালে বাংলা কাব্যে আধুনিকতায় পৌঁছার প্রচেষ্টা চলেছে মাত্র।
- ঈশ্বরচন্দ্র গুপ্ত মধ্যযুগের দেব-দেবীর কাহিনী বর্জন করে ব্যক্তিকে কেন্দ্র করে ছোট ছোট কবিতা লেখা শুরু করেন।
- তাঁর কবিতায় সমাজচেতনা থেকে শুরু করে দেশাত্মবোধ পর্যন্ত স্পষ্ট হয়ে উঠে।
- আবার তাঁর কবিতায় কবিয়াল ও শায়েরদের রচনার ঢং, পয়ার ও ত্রিপদীর ব্যবহারও লক্ষণীয়।
- তাঁর মধ্যে মধ্যযুগের কাব্য-বৈশিষ্ট্য ও আধুনিক যুগের সূচনা-বৈশিষ্ট্য সমানভাবে লক্ষ করা যায় বলে তাকে যুগসন্ধিক্ষণের কবি বা অবক্ষয়ের কবি বলা হয়।
- রামনিধি গুপ্ত অবক্ষয় যুগের কবি হলেও বাংলা সাহিত্যের উৎকর্ষ সাধনে উল্লেখযোগ্য কোনো ভূমিকা পালন করেননি।
- তবে তিনি টপ্পা গানের মাধ্যমে বাংলা গীতিকবিতার সূত্রপাত ঘটিয়েছেন ।
- শাহ মুহম্মদ সগীর ও সৈয়দ হামজা মধ্যযুগের কবি ।