Who was the first scholar to discover the Charyapada from the royal library of Nepal?
A Dr. Muhammad Shahidullah
B Suniti Kumar Chatterji
C Ishwar Chandra Vidyasagar
D Haraprasad Shastri
Solution
Correct Answer: Option D
- মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবারের গ্রন্থাগার (রয়েল লাইব্রেরি) থেকে 'চর্যাপদ'-এর পুঁথি আবিষ্কার করেন।
- এটি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন।
- তিনি ১৯১৬ সালে এটি 'হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা' নামে প্রকাশ করেন।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ বা সুনীতীকুমার চট্টিরজী চর্যাপদের ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ করেছেন, কিন্তু আবিষ্কারক হলেন হরপ্রসাদ শাস্ত্রী।