নিচের কোনটি ইনপুট-আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে?
A মডেম
B মাউস
C স্ক্যানার
D প্রিন্টার
Solution
Correct Answer: Option A
Modem শব্দটি হয়েছে Modulator ও Demodulator এর সমন্বয়ে ।
মডেম কম্পিউটারের ভাষাকে (ডিজিটাল ) টেলিফোনের ভাষাতে (এনালগ) এবং টেলিফোনের ভাষাকে কম্পিউটারের ভাষায় রুপান্তরিত করে।
মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয় ।