BCD কোডে বিটের সংখ্যা কয়টি ?

A ৮ টি

B ৪ টি

C ৬ টি

D ৩২ টি

Solution

Correct Answer: Option B

-BCD এর পূর্ণ রূপ হলো  Binary Coded Decimal।
-ডেসিমেল সংখ্যার প্রতিটি অঙ্ককে (০ থেকে ৯ পর্যন্ত) সমতুল্য চার-বিট বাইনারি দ্বারা উপস্থাপন করার পর প্রাপ্ত কোডকে BCD কোড বলে।
-অন্যকথায় BCD কোড একটি ৪-বিট বাইনারি ভিত্তিক কোড। 
-BCD কোড কোন সংখ্যা পদ্ধতি নয়। এটি সাধারণত ডেসিমেল সংখ্যার প্রতিটি অংককে বাইনারিতে এনকোড করার পদ্ধতি।
-তাই বলা যায় BCD কোড এবং বাইনারি সংখ্যা এক নয়।
- BCD কোড ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি ও ভোল্টমিটার প্রভৃতিতে ব্যবহৃত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions