ন্যানো প্রযুক্তির উদ্ভাবক --
A মার্শাল ম্যাকলুহান
B রিচার্ড ফিলিপস ফেইম্যান
C আর্নল্ড লি
D কোনটিই নয়
Solution
Correct Answer: Option B
-পারমানবিক ও আনবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস তৈরী করার জন্য ধাতব বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞানকে ন্যানো টেকনোলজি বলে।
-রিচার্ড ফাইনম্যান-কে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়। ১ মিটারের ১০০ কোটি ভাগের এক ভাগকে বলা হয় ১ ন্যানো মিটার।
-ন্যানো টেকনোলজির প্রয়োগঃ
1.মহাকাশের নানান যন্ত্রপাতি
2.জ্বালানি তৈরীতে
3.ঔষধ ও কসমেটিকস তৈরীতে
4.কম্পিউটার হার্ডওয়ার তৈরী
5.ন্যানো রোবট তৈরী
6.বস্ত্র শিল্প
7.ইলেকট্রনিক্স যন্ত্রপাতি