দোয়েল ল্যাপটপের প্রস্তুতকারী প্রতিষ্ঠান

A বিটিসিএল

B বিটিআরসি

C টেশিস

D ইন্টেল

Solution

Correct Answer: Option C

দোয়েল ল্যাপটপ, বাংলাদেশের প্রথম স্থানীয়ভাবে তৈরি ও অ্যাসেম্বলিংকৃত ল্যাপটপ বা নোটবুক। ল্যাপটপের নাম রাখা হয়েছে বাংলাদেশের জাতীয় পাখি দোয়েলকে অনুসরণ করে। তুলনামূলকভাবে অন্যান্য ল্যাপটপের চেয়ে কম দামের নেটবুক ধরনের এ ল্যাপটপ তৈরি করেছে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা- টেশিস।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions