Solution
Correct Answer: Option A
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 'ভবিষ্যৎ' শব্দটির সঠিক উচ্চারণঃ ভোবিশ্শত্।
শ, ষ, স এর উচ্চারণঃ
- শ কখনাে [শ]-এর মতাে উচ্চারিত হয়, কখনাে [স]-এর মতাে উচ্চারিত হয়।
- স কখনাে [শ]-এর মতাে উচ্চারিত হয়, আবার কখনাে [স]-এর মতাে উচ্চারিত হয়।
- ষ বর্ণের উচ্চারণ সব সময়ে [শ] হয়।