ICC World Cup 2023 host country?

A Australia

B England

C India

D South Africa

Solution

Correct Answer: Option C

বিশ্বকাপে ক্রিকেট ২০২৩- 
- আয়োজনের দিক থেকে এটি হচ্ছে বিশ্বকাপের ১৩তম আসর ।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শুরু হয় ৫ অক্টোবর ২০২৩; ইল্যান্ড ও নিউজিল্যান্ড (নরেন্দ্র মোদি স্টেডিয়াম,আহমেদাবাদ)
- বিশ্বকাপের সময়কাল ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর ২০২৩ ।
- বিশ্বকাপের স্বাগতিক ভারত
- অংশ গ্রহণকারী দেশ ১০টি ।মোট ভেন্যু ১০টি । ম্যাচ ৪৮টি ।
- বিশ্বকাপের ফাইনাল ম্যাচঃ ১৯ নভেম্বর ২০২৩ (নরেন্দ্র মোদি স্টেডিয়াম,আহমেদাবাদ) ।
- ২ এপ্রিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ লোগো উন্মোচন করা হয় ।
- লোগোর নাম দেওয়া হয়, নাভারাসা । সংস্কৃতিতে নাভা শব্দের অর্থ,৯। আর রাসা অর্থ আবেগ ।
- আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রথম বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions