Masud Rana is a fictional character created in 1966 by the writer-
A Qazi Anwar Hussain
B Monica Ali
C Rudra Mohammad Shahidullah
D Anisul Haque
Solution
Correct Answer: Option A
- কাজী আনোয়ার হোসেন ছিলেন একজন লেখক, অনুবাদক ও প্রকাশক।
- সেবা প্রকাশনীর কর্ণধার হিসেবে ১৯৬৬ সালে তিনি মাসুদ রানা কাল্পনিক চরিত্র সৃষ্টি করেন।
- মাসুদ রানা কেবল এক গোয়েন্দা কিংবা গুপ্তচরই নয়, বাংলার কৈশোরের এক অনিন্দ্য চরিত্র।
- এ সিরিজের প্রথম বই ধ্বংস পাহাড়।
- তাছাড়া ১৯৬৪ সালে কুয়াশা নামের আরেকটি জনপ্রিয় চরিত্রের তিনি স্রষ্টা।
- 'বিদ্যুৎ মিত্র' ও 'শামসুদ্দীন নওয়াব' ছদ্মনামেও তিনি বই লিখতেন।