নিচের কোনটি হাইড্রোজেন বোমার ক্যালকুলেশনে প্রথম ব্যবহার করা কম্পিউটার?
A EDVAC
B Colossus
C UNIVAC
D ENIAC
Solution
Correct Answer: Option D
ENIAC(Electronic Numerical Integrated and Computer) এটাই প্রথম প্রোগ্রাম ইনপুট করার মতো ডিজিটাল কম্পিউটার। এ থেকেই কম্পিউটারের প্রজন্ম শুরু হয়। এটি প্রথম ব্যবহার করা হয়েছিল হাইড্রোজেন বোমার ক্যালকুলেশনে। এতে মেমোরি হিসাবে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হয়েছিল। প্রথম পূর্ণাঙ্গ বৈদ্যুতিক কম্পিউটার এনিয়াক-১ (ENIAC-1)। এনিয়াক কম্পিউটার চালু করা হয়েছিল ১৯৪৫ সালে।
- প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার এডস্যাক (EDSAC)।
- বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার ও ডিজিটাল কম্পিউটার ইউনিভ্যাক-১ (UNIVAC-1)।