কোন যন্ত্রে সর্বপ্রথম চুম্বক-ফিতা ব্যবহার করা হয়?
A UNIVAC
B EDSAC
C ENIAC
D Z3
Solution
Correct Answer: Option A
UNIVAC: ১৯৫১ সালে ENIAC এর নির্মাতারা UNIVAC কম্পিউটারের নির্মাণকাজ শেষ করেন। ইউনিভাকই ছিল সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার এবং এ যন্ত্রেই সর্বপ্রথম চুম্বক-ফিতা ব্যবহার করা হয়েছিল।