Solution
Correct Answer: Option A
- নির্দিষ্ট কাজের জন্য যে চিপ বা Integrated Circuit (IC) ডিজাইন করা হয় তাকে এমবেডেড সিস্টেম বলে।
- এমবেডেড সিস্টেমের প্রাণশক্তি হচ্ছে মাইক্রোকন্ট্রোলার। আর মাইক্রোকন্ট্রোলার হলো এমন একটি Integrated Circuit (IC) যার মধ্যে একত্রে Processor, RAM, ROM যুক্ত থাকে।
- সাধারণত সব এমবেডেড সিস্টেমে RAM থাকে। RAM ছাড়া এমবেডেড সিস্টেমের কার্যক্ষমতার অনেক সীমাবদ্ধতা চলে আসে।