Solution
Correct Answer: Option B
- এমবেডেড কম্পিউটার হলো এমন একটি কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেমের অংশ হিসেবে ব্যবহৃত হয়ে কেবল পূর্বনির্দিষ্ট কর্ম সম্পাদন করে। এতে কেবল মাইক্রোপ্রসেসর, রম এবং ইনপুট/আউটপুট ডিভাইস সংযোজন সিস্টেম থাকে।
- এমবেডেড কম্পিউটার এর উদাহরণ হলোঃ গাড়ি, সেলফোন ও স্মার্টফোন, প্রিন্টার, কপিয়ার, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশন, ঘড়ি, সিকিউরিটি ক্যামেরা ,প্রসেস্ গ্রাফিক্স কার্ড, সাউন্ড সিস্টেম ,ইত্যাদি।