দৈনন্দিন জীবনে কম্পিউটার ব্যবহারের সবচেয়ে সাধারণ উদ্দেশ্য কোনটি?
Solution
Correct Answer: Option A
- ইমেইল যোগাযোগ হলো কম্পিউটারে দৈনন্দিন ব্যবহারের সবচেয়ে সাধারণ উদ্দেশ্য, কারণ এটি ইলেকট্রনিকভাবে দ্রুত ও ব্যাপকভাবে বার্তা প্রেরণ/গ্রহণের সহজ মাধ্যম।
- এটি অ্যাসিঙ্ক্রোনাস হওয়ায় প্রাপক ও প্রেরক একে একে-online না থাকলেও বার্তা আদানপ্রদান সম্ভব এবং এতে ফাইল/সংযুক্তি পাঠানো যায়।
- অফিস, শিক্ষা ও προσωπিক কাজে ইমেইল ব্যবহার ব্যাপক হওয়ায় এটি ব্যবসায়িক ও ব্যক্তিগত যোগাযোগের একটি প্রধান মাধ্যম।
- স্মার্টফোন ও কম্পিউটার উভয়েই সহজে অ্যাক্সেসযোগ্য এবং সার্চ, আর্কাইভ ও নোটিফিকেশন সুবিধার কারণে তথ্য সংরক্ষণ ও পুনরুদ্ধার সহজ।