নিম্নলিখিত কোন কাজটি AI ব্যবহার করে করা যায়?

A ছবি থেকে টেক্সট এক্সট্র্যাক্ট করা

B ভাষা অনুবাদ

C চ্যাটবট সহায়তা

D উপরের সবগুলি

Solution

Correct Answer: Option D

- কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) হলো এমন একটি প্রযুক্তি যা ডেটা বিশ্লেষণ ও স্বয়ংক্রিয়ভাবে শেখার মাধ্যমে সিদ্ধান্ত নিতে ও কাজ সম্পাদন করতে সক্ষম।
- ছবি থেকে টেক্সট বের করা সাধারণত কম্পিউটার ভিশনঅপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (OCR) প্রযুক্তির মাধ্যমে করা হয়।
- ভাষা অনুবাদ এবং চ্যাটবট সহায়তার জন্য ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP)মেশিন লার্নিং মডেল ব্যবহার করা হয়।
- ফলে ছবি থেকে টেক্সট এক্সট্র্যাকশন, ভাষা অনুবাদ ও চ্যাটবট সহায়তা — এগুলো সবই AI-ভিত্তিক সমাধান

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions