প্রথম অবজেক্ট-ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা কোনটি?
Solution
Correct Answer: Option C
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম ও কাস্টমাইজ সফটওয়্যার প্রথম প্রবর্তিত হয় তৃতীয় প্রজন্মের কম্পিউটারে (1960-1970)।
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও কাস্টমাইজ সফটওয়্যার এই সময়ে উন্নত হয়।
- SIMULA ভাষা ছিল প্রথম অবজেক্ট-ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা।
- সফটওয়্যার ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম ও কাস্টমাইজ সফটওয়্যার।