Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
প্রতিটি পিক্সেল পরস্পর কতটুকু দূরত্বে অবস্থান করবে তার দূরত্বকে কি বলা হয়? 

A Track

B Cluster

C Dot pitch

D Resolution 

Solution

Correct Answer: Option C

- মনিটর স্ক্রিনে আউটপুট বা কোন চিত্র প্রদর্শন করার জন্য অসংখ্য ছোট ছোট বিন্দু ব্যবহৃত হয়। এ বিন্দুকে বলে পিক্সেল।
- মনিটরের পিক্সেল সংখ্যা দ্বারা এর রেজল্যুশন নির্ধারণ করা হয়।
- প্রতিটি পিক্সেল পরস্পর কতটুকু দূরত্বে অবস্থান করবে তার দূরত্বকে dot pitch বলা হয় এ dot pitch পরিমাপ করা হয় মিলিমিটারে।
- dot pitch যত কম হবে মনিটরের রেজল্যুশন তত বেশি হবে

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions