Center of integrated Rural Development for Asia and Pacific ( CIRDAP ) was established in which year ?
A 1978
B 1979
C 1980
D 1982
E None
Solution
Correct Answer: Option B
CIRDAP ৬ জুলাই ১৯৭৯ সালে গঠিত হয় । CIRDAP এর প্রতিষ্ঠান উদ্যোক্তা 'খাদ্য ও কৃষি সংস্থা' (FAO). CIRDAP এর সদস্য সংখ্যা ১৫টি দেশ । এর সদর দপ্তর ঢাকা ( সুপ্রিম কোর্টের সম্মুখে চামেলী হাউসে ) অবস্থিত । এর উদ্দেশ্য ও লক্ষ্য হলো 'এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লীর জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্যোন্নয়ন' ।