Who was the English ambassador sent by King James I to the court of Jahangir to obtain trading rights for the East India Company?
A Captain Hawkins
B Sir Thomas Roe
C John Mildenhall
D Ralph Fitch
Solution
Correct Answer: Option B
- ১৬১৫ সালে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসেবে স্যার টমাস রো মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন।
- তিনি প্রায় তিন বছর মুঘল দরবারে অবস্থান করেন।
- তাঁর মূল উদ্দেশ্য ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য ভারতে বাণিজ্য করার এবং সুরাটে বাণিজ্য কুঠি স্থাপনের বিশেষ অধিকার ও অনুমতি (ফরমান) আদায় করা, যাতে তিনি সফল হয়েছিলেন।