Who was the first Nawab of Bengal who effectively made the province independent of Mughal control and shifted the capital to Murshidabad?
A Alivardi Khan
B Murshid Quli Khan
C Shuja-ud-Din Muhammad Khan
D Sarfaraz Khan
Solution
Correct Answer: Option B
- নবাব মুর্শিদকুলী খান ছিলেন বাংলায় নবাবী শাসনের প্রতিষ্ঠাতা ও প্রথম স্বাধীন নবাব, তিনি বাল্যকালে ছিলেন ইস্পাহান, ইরান।
- ১৭০০ সালে আওরঙ্গজেব তাকে বাংলায় দেওয়ান নিযুক্ত করেন তার কাজ ছিল: সুবার রাজস্ব আদায় ও অর্থব্যবস্থা নিয়ন্ত্রণ করা,
- ১৭০৩ সালে মুর্শিদ কুলি উপাধি পান
- ১৭১৬ সালে বাংলার নাজিম হন
- ১৭১৭ সালে ঢাকা মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করেন
- ১৭২২ সালে রাজা টোডরমল ও শাহ্ সুজার ভূমিরাজস্ব বন্দোবস্ত পদ্ধতির সংস্কার করেন এবং ‘মাল জমিনী’ নামক রাজস্ব ব্যবস্থা চালু করেন। তিনি দিল্লিতে বার্ষিক ১ কোটি ৩ লক্ষ টাকা রাজস্ব পাঠাতেন
- ১৭২৭ সালে তিনি মৃত্যুবরণ করেন।
- তার উপাধি করতলব খান, জাফর খান এবং ‘মুতামিন-উল-মুলক আলা-উদ-দৌলা জাফর খান নাসির জঙ্গ বাহাদুর'
- তাকে ‘করতলব খান’ উপাধি দেন আওরঙ্গজেব
- তিনি নির্মাণ করেন মুর্শিদাবাদে ‘চেহেল সেতুন’ দুর্গ এবং ঢাকার বেগমবাজারে ‘করতলব খান মসজিদ'।