Who was the first Nawab of Bengal who effectively made the province independent of Mughal control and shifted the capital to Murshidabad?

A Alivardi Khan

B Murshid Quli Khan

C Shuja-ud-Din Muhammad Khan

D Sarfaraz Khan

Solution

Correct Answer: Option B

- নবাব মুর্শিদকুলী খান ছিলেন বাংলায় নবাবী শাসনের প্রতিষ্ঠাতা ও প্রথম স্বাধীন নবাব, তিনি বাল্যকালে ছিলেন ইস্পাহান, ইরান।
- ১৭০০ সালে আওরঙ্গজেব তাকে বাংলায় দেওয়ান নিযুক্ত করেন তার কাজ ছিল: সুবার রাজস্ব আদায় ও অর্থব্যবস্থা নিয়ন্ত্রণ করা,
- ১৭০৩ সালে মুর্শিদ কুলি উপাধি পান
- ১৭১৬ সালে বাংলার নাজিম হন
- ১৭১৭ সালে ঢাকা মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করেন
- ১৭২২ সালে রাজা টোডরমল ও শাহ্ সুজার ভূমিরাজস্ব বন্দোবস্ত পদ্ধতির সংস্কার করেন এবং ‘মাল জমিনী’ নামক রাজস্ব ব্যবস্থা চালু করেন। তিনি দিল্লিতে বার্ষিক ১ কোটি ৩ লক্ষ টাকা রাজস্ব পাঠাতেন
- ১৭২৭ সালে তিনি মৃত্যুবরণ করেন।
- তার উপাধি করতলব খান, জাফর খান এবং ‘মুতামিন-উল-মুলক আলা-উদ-দৌলা জাফর খান নাসির জঙ্গ বাহাদুর'
- তাকে ‘করতলব খান’ উপাধি দেন আওরঙ্গজেব
- তিনি নির্মাণ করেন মুর্শিদাবাদে ‘চেহেল সেতুন’ দুর্গ এবং ঢাকার বেগমবাজারে ‘করতলব খান মসজিদ'।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions