Who is called the 'Father of English Poetry'?
Solution
Correct Answer: Option A
- জিওফ্রে চসারকে 'ইংরেজি কবিতার জনক' (Father of English Poetry) বলা হয়।
- তিনি মধ্যযুগের একজন বিখ্যাত ইংরেজ কবি এবং লেখক ছিলেন।
- তার রচিত 'দ্য ক্যান্টারবেরি টেলস' (The Canterbury Tales) ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকর্ম হিসেবে বিবেচিত হয়।
- চসারই প্রথম লেখক যিনি তার সাহিত্যকর্মে মিডল ইংলিশ (Middle English) বা স্থানীয় ভাষা ব্যবহার করেন, যা ইংরেজি ভাষার বিকাশে বিশাল ভূমিকা রাখে।
- তাকে একই সাথে 'ইংরেজি সাহিত্যের জনক' (Father of English Literature) হিসেবেও অভিহিত করা হয়।