What is the Cash Reserve Ratio ( CRR ) for the scheduled commercial bank ?
A 8.2%
B 2.2%
C 5.5%
D 7.4%
Solution
Correct Answer: Option C
CRR হলো Cash Reserve Ratio বা নগদ সংরক্ষিত অনুপাত । মোট ব্যাংক জামানতের একটি নির্দিষ্ট শতাংশ কেন্দ্রীয় ব্যাংকের সাথে বর্তমান Account এ রাখা হয় । এই অর্থ ব্যাংক বিনিয়োগ করতে পারে না । অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে দিন শেষে স্থানীয় মুদ্রায় যে Balance রাখে তাকে CRR বলে । Monetary Policy ঠিক রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকে SLR এবং CRR মিলে ১৮.৫০% রাখতে হয় । এর মধ্যে CRR হলো ৫.৫% .