What does the acronym 'DNS' stand for in networking?

A Digital Network Service

B Data Nework System

C Domain Name System

D Dynamic Network Server

Solution

Correct Answer: Option C

- DNS এর পূর্ণরূপ হচ্ছে Domain Name System।
- DNS Server একটি ফোন বুক এর মতো চিন্তা করা যায়।
- যখন আমরা ব্রাউজারে কোনো এড্রেস লিখে সার্চ দিই তখন সেটি isp থেকে DNS Server এর কাছে যায়।
- তখন DNS Server আমাদের দেওয়া এড্রেসটিকে নির্দিষ্ট একটি আইপিতে রূপান্তর করে আবার আমাদের কাছে পাঠিয়ে দেয়।
- DNS Server মূলত অনেক গুলো ডোমেইনের নাম সেভ করে থাকে সাথে তার আইপি এড্রেসটিও। 
- যখন আমরা কোনো ডোমেইনের নাম লিখে সার্চ দিই তখন DNS Server সেই ডোমেইনের নামটাকে তার নির্দিষ্ট আইপি এড্ড্রেসে রূপান্তর করে আমাদেরকে রিটার্ন করে।
- DNS Server আমাদেরকে আইপি এড্রেস রিটার্ন করার কারণ হচ্ছে ISP (Internet Service Provider) আইপি এড্রেস ছাড়া কোনো ওয়েব সাইটের সার্ভার খুঁজতে পারেনা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions