“Reading maketh a full man” — this line is taken from which essay?
Solution
Correct Answer: Option D
- এই বিখ্যাত উক্তিটি ইংরেজি প্রবন্ধের জনক ফ্রান্সিস বেকন (Francis Bacon)-এর 'Of Studies' প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে।
- পুরো উক্তিটি হলো— "Reading maketh a full man; conference a ready man; and writing an exact man." অর্থাৎ, পড়াশোনা মানুষকে পরিপূর্ণ করে, আলোচনা মানুষকে প্রত্যুৎপন্নমতি (প্রস্তুত) করে এবং লেখনী মানুষকে নির্ভুল করে।