Which continent is known as the 'Land Down Under'?
Solution
Correct Answer: Option C
- দক্ষিণ প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের মধ্যবর্তী স্থানে অবস্থিত অস্ট্রেলিয়া (ওশেনিয়া) পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ।
- এটি ভৌগোলিকভাবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত এবং এর আয়তন ৮৫,২৫,৯৮৯ বর্গ কি.মি, যা পৃথিবীর মোট আয়তনের ৫.৮%।
- অস্ট্রেলিয়া মহাদেশের স্বাধীন দেশ ১৪টি।
- দেশটি দুই মহাসাগরের মাঝে অবস্থিত হওয়ার কারণে 'Land Down Under' নামে পরিচিত।