Which Mughal Subedar transferred the capital of Bengal from Rajmahal to Dhaka in 1610?

A Shaista Khan

B Mir Jumla II

C Man Singh I

D Islam Khan Chishti

Solution

Correct Answer: Option D

- মুঘল সুবেদার ইসলাম খান চিশতি ১৬১০ সালে বাংলার রাজধানী বিহারের রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন।
- সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে তিনি এই নতুন রাজধানীর নামকরণ করেন জাহাঙ্গীরনগর
- এর মূল উদ্দেশ্য ছিল বাংলার বিদ্রোহী জমিদার 'বারো ভূঁইয়াদের' দমন করা এবং মগ ও পর্তুগিজ জলদস্যুদের প্রতিহত করা।
- ইসলাম খান চিশতি সফলভাবে বারো ভূঁইয়াদের নেতা ঈসা খাঁ-র পুত্র মুসা খাঁ-কে পরাজিত করেছিলেন।
- রাজধানী স্থানান্তরের ফলে ঢাকা একটি গুরত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্রে পরিণত হয় এবং মসলিন শিল্পের বিকাশ ঘটে।
- পরবর্তীতে ১৬৬০ সালে বাংলার আরেক সুবেদার মীর জুমলা পুনরায় ঢাকাকে বাংলার রাজধানীতে রূপান্তর করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions