মার্টিন লুথার কিং জুনিয়র তাঁর বিখ্যাত ভাষণ ‘I have a dream’ কোথায় প্রদান করেছিলেন?
A ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালের সামনে
B জাতিসংঘ সদর দপ্তর, নিউইয়র্ক
C আটলান্টার ইবেনেজার ব্যাপটিস্ট চার্চে
D শিকাগোর গ্রান্ট পার্কে
Solution
Correct Answer: Option A
- মার্টিন লুথার কিং জুনিয়র ছিলেন আমেরিকার নাগরিক অধিকার আন্দোলনের (Civil Rights Movement) একজন অবিসংবাদিত নেতা।
- তিনি ১৯৬৩ সালের ২৮ আগস্ট ওয়াশিংটন ডিসিতে ‘চাকরি ও স্বাধীনতার জন্য পদযাত্রা’ (March on Washington) কর্মসূচিতে অংশ নেন।
- সেখানেই তিনি আব্রাহাম লিংকনের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত ‘লিংকন মেমোরিয়াল’ (Lincoln Memorial)-এর সোপানে দাঁড়িয়ে তাঁর ঐতিহাসিক ‘I have a dream’ ভাষণটি প্রদান করেন।
- এই ভাষণে তিনি বর্ণবৈষম্যহীন এবং সবার সমান অধিকার সম্বলিত এক নতুন আমেরিকার স্বপ্ন দেখেছিলেন।