Which of the following is not a programming language?
A Python
B Java
C HTML
D SQL
Solution
Correct Answer: Option C
- Hyper Text Markup Language (HTML) প্রকৃত অর্থে কোন প্রোগ্রামিং ভাষা নয় বরং একটি Mark up ভাষা যা Mark up Tag এর সমন্বয়।
- ওয়েব পেজকে বর্ণনা করার জন্য এসব Mark up Tag গুলো ব্যবহার করা হয়ে থাকে।
- অন্যদিকে Python ও Java তৃতীয় প্রজন্মের প্রোগ্রামিং ভাষা।
- আর Structuret Query Language (SQL) হলো রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম।