Who is the main character of the play 'The Taming of the Shrew'?
Solution
Correct Answer: Option C
The Taming of the Shrew হল বিখ্যাত ইংরেজ কবি ও নাট্যকার William Shakespear এর কমিডি নাটক ।
-এই নাটকের প্রধান চরিত্র Catherine একজন কর্কশ স্বভাবের মহিলা।
-তিনি Pitrushio এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ।
-Pitrushio কিভাবে এই বদস্বভাবী নারীকে অনুগত ও মিষ্টভাষী নারীতে পরিণত করে তা এই নাটকের উপজীব্য বিষয় ।
- এই নাওটকের আরও চরিত্রঃ Lucentio, Gremio, Grumio, Vicentio, Pedant etc.
- মুনীর চৌধুরী এই নাটকের অনুবাদ করেছেন 'মুখরা রমণী বশীকরণ' নামে ।