বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি ?
Solution
Correct Answer: Option A
কৃষ্ণকুমারী (১৮৬১) নাটক মধুসূধন দত্তের বাংলা সাহিত্যে প্রথম সার্থক Tragedy . এই নাটকের কাহিনি উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থ থেকে সংগৃহীত । 'শার্মিষ্ঠা' তাঁর রচিত প্রথম প্রকাশিত নাটক । 'সধবার একাদশী' দীনবন্ধু মিত্র রচিত একটি প্রহসন এবং নীলকর সাহেবদের বীভৎস অত্যাচারে লাঞ্চিত নীল চাষীদের দূরবস্থা অবলম্বনে তাঁর রচিত আরেকটি বিখ্যাত নাটক হলো 'নীল-দর্পন'