সমাস নিষ্পন্ন পদটিকে কি বলে ?
A সমস্যমান পদ
B ব্যাসবাক্য
C সমস্ত পদ
D উত্তর পদ
Solution
Correct Answer: Option C
সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ । সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদ্গুলোকে সমস্যমান পদ বলে সমাসযুক্ত পদের প্রথম অংশ (শব্দ) কে বলা হয় পূর্বপদ এবং পরবর্তী অংশ (শব্দ) কে বলা বলা হয় উত্তরপদ বা পর পদ ।