লুইপাকে চর্যার আদি কবি মনে করা হয়। তিনি চর্যাপদের ১নং ও ২৯ নং পদের রচয়িতা।
অপরদিকে ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে- চর্যাপদের আদি কবি শবরপা। তিনি লুইপার গুরু ছিলেন ।
চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা 'কাহ্নপা'
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।