Solution
Correct Answer: Option D
EBCDIC বা Extended Binary Coded Decimal Interchange Code মূলত আলফা নিউমেরিক কোড ও ৮ বিট BCD কোড। এছাড়াও এটিকে ৮-বিটবিশিষ্ট বাইনারি কোড বলা হয়। ৮ বিটের মধ্যে প্রথম ৪ টি বিটকে জোন (zone) এবং পরবর্তী ৪ টি বিটকে নম্বর (digit) বলা হয়।