[ Read the following questions carefully and choose the right answer. ]
By selling 32 guavas for TK. 30 at the rate of TK. 1.066 per guava a man loss 25%. How many guavas should be sold for TK. 18 to gain 20% of profit in the transaction ?
Solution
Correct Answer: Option B
প্রশ্নে বলা হচ্ছে, 30 টাকায় 32 টি পেয়ারা বিক্রয় করে এক ব্যক্তির 25% ক্ষতি হয় । 20% লাভ করতে হলে 18 টাকা কয়টি করে পেয়ারা বিক্রয় করতে হবে ?
প্রিয় চাকরী প্রত্যাশী, অংকটিতে 1.066 এর দিকে খুব মনোযোগ দিবেন না । এটা Redundant information কারণ 32 কে 30 দিয়ে ভাগ করলে 1.066 পাওয়া যায় ।
আসুন প্রথমে আমরা অঙ্কটির বিস্তারিত সমাধানে আসি ।
ধরি, 32টি পেয়ারার ক্রয়মূল্য 100 টাকা
এখন, 25% ক্ষতিতে পেয়ারা বিক্রয়মূল্য = 100 - 25 = 75 টাকা ।
আবার, 20% লাভে পেয়ারাএ বিক্রয়মূল্য = 100 + 20 = 120 টাকা ।
এখন, প্রথম বিক্রয়মূল্য 75 টাকা হলে
দ্বিতীয় বিক্রয়মূল্য = 120 টাকা
প্রথম বিক্রয়মূল্য 30 টাকা হলে
দ্বিতীয় বিক্রয়মূল্য = 120×30/75 = 48 টাকা
এখন এই 48 টাকা বিক্রয় করতে হবে = 32 টি পেয়ারা
18 টাকায় বিক্রয় করতে হবে = 32×18/48 = 12 টি পেয়ারা